বিদ্যালয়টি ঢাকা জেলার অমর্তগত কেরাণীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি প্রথমে নিমণ মাধ্যমিক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয় । ১৯৮৭ খ্রীঃ সনে নবম শ্রেণি খোলা হয় এবং ১৯৯৪ খ্রীঃ সনে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি লাভ করে।
ইতিহাসঃ১৯৭১ খ্রীঃ সনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের অন্তর্গত তালেপুর গ্রামে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত । মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে অত্র এলাকার সর্বসাধারণের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় এবং ‘‘তালেপুর প্রগতিশীল যুবক সমিতি ’’ এর পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার (অবঃ) মোঃ হেদায়েত উল্লাহ এবংবিদ্যালয়টির জন্য জমি দান করেন প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য জনাব নান্নু মিয়া, এছাড়াও অত্র এলাকার তৎকালীন সংসদ সদস্য জনাব বোরহান উদ্দিন আহম্মেদ গগন এবং অত্র ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আরফান উদ্দিন আহম্মেদ রতন প্রমুখ ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকায় ১৯৭৪ সালের জানুয়ারী মাসে ২২জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় । এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সর্বজনাব কর্ণেল(অবঃ) ইউনুস, আনসার আলী, নজরুল ইসলাম,ইউসুফ আলী, ইদ্রিস খান , ইদ্রিস আলী, আফসার উদ্দিন,সোবান খান,আববাস আলী, ফকির চাঁন ঘোষ, পরিমল ঘোষ, রহমান খান, আবুবকর সিদ্দিক প্রমুখ-এর পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি ১৯৭৬ খী্রঃ সনে পূর্নাঙ্গ রূপ লাভ করে ও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
কমিটির ধরণঃ নিয়মিত।
কমিটির মেয়াদকালঃ ১২/০৭/২০১২ খ্রীঃ তারিখ হইতে ১১/০৭/২০১৪খ্রীঃ তারিখ পর্যন্ত।
এস.এস.সি. পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন | পাশের হার |
২০১৩ | ৯৮.৩৩% |
২০১২ | ৮৬.৬৭% |
২০১১ | ৯৭.৪৪% |
২০১০ | ৯৬.৫৫% |
২০০৯ | ৬৩.৮৩% |
গড় পাশের হার=৮৮.৫৬% |
পরীক্ষার সন | পাশের হার |
২০১৩ | ৮৪.১০% |
২০১২ | ৯৩.৯৭% |
২০১১ | ৯৬.৫৮% |
২০১০ | ৭৯.৪৫% |
গড় পাশের হার= ৮৯% |
জে.এস.সি. পরীক্ষার ফলাফলঃ
বিদ্যালয়টি ১.৭২ একর জমির উপর প্রতিষ্ঠিত। ২০০৭ সালে বিদ্যালয়টিতে ৪০০ -৫০০ জন শিক্ষার্থী ছিল, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দাড়িয়েছে ১০০০ জন। এছাড়াও বিদ্যালয়টিতে পাশের হার বৃদ্ধি পাচ্ছে। উত্তোরত্তর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং সন্তোষজনক ফলাফলের জন্য বিদ্যালয়টিকে একটি আদর্শ ও মডেল প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। ২০১৫ সালে বিদ্যালয়টিকে মহাবিদ্যালয়ে উন্নিত করার জন্য পরিকল্পনা চলছে।
ঢাকার অতি সন্নিকটে কেরাণীগঞ্জ মডেল থানায় অত্র বিদ্যালয়টি অবস্থিত। রাজধানীর জিরো পয়েন্ট হতে বুড়িগঙ্গা ২নং সেতু পার হয়ে ঢাকা বান্দুরা সড়ক হয়ে রামেরকান্দা হতে রামেরকান্দা কলাতিয়া সড়কের ৩ কি.মি. পশ্চিমে অত্র বিদ্যালয়ে আসা যায়
অথবা,মোহাম্মদপুর বুদ্ধিজীবী সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু) পার হয়ে আটি বাজার, কলাতিয়া বাজার হয়ে অত্র বিদ্যালয়ে আসা যায়।
২০১৪ খ্রীঃ সনে ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ন মেধাবী ছাত্র/ছাত্রীদের নামঃ
ক্রমিক নং | নাম | বর্ণনা |
০১ | মঞ্জুর মোর্শেদ তন্ময় | ট্যালেন্টপুল বৃত্তি |
০২ | সিজ্জাদ মোহাম্মদ | ট্যালেন্টপুল বৃত্তি |
০৩ | মোঃ ওবাদুললাহ খান শাফী | ট্যালেন্টপুল বৃত্তি |
০৪ | সাইফ উদ্দিন | ট্যালেন্টপুল বৃত্তি |
০৫ | মারিয়া খানম | ট্যালেন্টপুল বৃত্তি |
০৬ | জয ঘোষ | সাধারন বৃত্তি |
০৭ | মারিয়া আক্তার মীম | সাধারন বৃত্তি |
০৮ | লাবনী আক্তার দোলা | সাধারন বৃত্তি |
০৯ | মৌমিতা ঘোষ মনিষা | জি.পি.এ. ৫.০০ |
১০ | মাহমুদুল হাসান | জি.পি.এ. ৫.০০ |
১১ | না্ঈমুল ইসলাম | জি.পি.এ. ৫.০০ |
১২ | বাধঁন রাণী | জি.পি.এ. ৫.০০ |
১৩ | জাহানারা আক্তার রূপা | জি.পি.এ. ৫.০০ |
১৪ | সজীব মন্ডল | জি.পি.এ. ৫.০০ |
১৫ | মোঃ সিহাব | জি.পি.এ. ৫.০০ |
১৬ | খালিদ ই নূর খান | জি.পি.এ. ৫.০০ |
১৭ | জাহিদ হাসান | জি.পি.এ. ৫.০০ |
১৮ | আদিল আহসান | জি.পি.এ. ৫.০০ |
১৯ | রিজিয়া আফরীন রিচি | জি.পি.এ. ৫.০০ |
২০ | রাতিকুল সিকদার | জি.পি.এ. ৫.০০ |
২১ | সারমিন আক্তার | জি.পি.এ. ৫.০০ |
২২ | আব ইয়াদ ফায়সাল অর্নব | জি.পি.এ. ৫.০০ |
২৩ | মুনা আক্তার সিনথিয়া | জি.পি.এ. ৫.০০ |
২৪ | কানিজ ফাতেমা লামিয়া | জি.পি.এ. ৫.০০ |
২৫ | মরিয়ম নাসির নীলিমা | জি.পি.এ. ৫.০০ |
২৬ | দুরমত হোসেন সমিত | জি.পি.এ. ৫.০০ |
২৭ | কাইয়্যুম আলী | জি.পি.এ. ৫.০০ |
২৮ | তুহিন খান | জি.পি.এ. ৫.০০ |
২৯ | হিমেল মিয়া | জি.পি.এ. ৫.০০ |
৩০ | মোঃ মেহেদী হাসান | জি.পি.এ. ৫.০০ |
৩১ | ফয়সাল হোসেন | জি.পি.এ. ৫.০০ |
৩২ | আলী হোসেন অনিক | জি.পি.এ. ৫.০০ |
২০১৪ খ্রীঃ সনের ৭ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র/ছাত্রীদের নামঃ
ক্রমিক নং | নাম | বর্ণনা |
০১ | কানিজ ফাতেমা | ট্যালেন্টপুল বৃত্তি |
০২ | মাহমুদা আক্তার বৃষ্টি | জি.পি.এ. ৫.০০ |
০৩ | ফাহমিদা আলম | ট্যালেন্টপুল বৃত্তি |
০৪ | আঞ্জুমান আক্তার কাকুলী | জি.পি.এ. ৫.০০ |
০৫ | তাসলিমা আক্তার | সাধারন বৃত্তি |
০৬ | তানজিমা তাব্সসুম লিয়া | জি.পি.এ. ৫.০০ |
০৭ | মোঃ হোসেন উদয় | জি.পি.এ. ৫.০০ |
২০১৪ খ্রীঃ সনের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র/ছাত্রীদের নামঃ
ক্রমিক নং | নাম | বর্ণনা |
০১ | জাওয়াদ সাদিক খান | ট্যালেন্টপুল বৃত্তি |
০২ | খান ইখতিয়ার শুভ | সাধারন বৃত্তি |
০৩ | জুয়াই রিয়া ওয়ার্দা | জি.পি.এ. ৫.০০ |
০৪ | মন্দিরা ঘোষ | ট্যালেন্টপুল বৃত্তি |
০৫ | নাসিম সাহারা সাওতি | ট্যালেন্টপুল বৃত্তি |
০৬ | সমাপ্তি ঘোষ | সাধারন বৃত্তি |
ক্রমিক নং | নাম | বর্ণনা |
০১ | রাশেদ মোশারফ সাদী | সাধারন বৃত্তি |
০২ | নাসরিন আক্তার বীনা | জি.পি.এ.৫.০০ |
০৩ | মরিয়ম আক্তার মীম | জি.পি.এ.৫.০০ |
০৪ | তামান্না হোসেন প্রেমা | জি.পি.এ.৫.০০ |
২০১৪ খ্রীঃ সনের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র/ছাত্রীদের নামঃ
ক্রমিক নং | নাম | বর্ণনা |
০১ | জাহিদ সিকদার | সাধারন বৃত্তি |
০২ | আশ্রাফুল ইসলাম নিলয় | সাধারন বৃত্তি |
০৩ | ফয়সাল মাহমুদ | সাধারন বৃত্তি |
০৪ | জুনায়েদ বোগদাদী | মেধাবী |
০৫ | জালাল মিয়া | মেধাবী |
০৬ | সুজিনা আক্তার | মেধাবী |
২০১৪ খ্রীঃ সনের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র/ছাত্রীদের নামঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস