বাঘাশুর উচ্চ বিদ্যালয়টি ১৯৯৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার বাঘাশুর গ্রামে অবস্থিত। ইহা উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে রাজাবাড়ী-রামেরকান্দা সড়কের পাশে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকাল থেকে ম্যানেজিং কমিটি ও গ্রামের বিত্তশালী লোকদের সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়। বর্তমানে ১০ম শ্রেণী পর্যন্ত এম.পি.ও ভুক্ত। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪১৫ জন।
বাঘাশুর উচ্চ বিদ্যালয়টি ১৯৯৬ ইং সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার বাঘাশুর গ্রামে অবস্থিত। ইহা উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে রাজাবাড়ী-রামেরকান্দা সড়কের পাশে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকাল থেকে ম্যানেজিং কমিটি ও গ্রামের বিত্তশালী লোকদের সাহায্য সহযোগিতায় পরিচালিত হয়। বর্তমানে ১০ম শ্রেণী পর্যন্ত এম.পি.ও ভুক্ত। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪১৫ জন।
1. সভাপতিঃ হাজী জিন্নাত আলী জিন্নাহ (রাজনিতী বিদ ও ব্যবসায়ী)।
2. শিক্ষক প্রতিনিধিঃ মদন কুমার সরকার (শিক্ষক)।
3. শিক্ষক প্রতিনিধিঃ মোঃআলমগীর হোসেন (শিক্ষক)।
4. মহিলা শিক্ষক প্রতিনিধিঃ রুমিয়া আক্তার (শিক্ষক)।
5. অভিভাবক সদস্যঃ মোঃনজরুল ইসলাম (ব্যবসায়ী)।
6. অভিভাবক সদস্যঃ মোঃ সামছুল হক (ব্যবসায়ী)।
7. অভিভাবক সদস্যঃ মোঃরহমত উল্লাহ (ব্যবসায়ী)।
8. অভিভাবক সদস্যঃ মোঃমোস্তফা খান (কৃষি)।
9. মহিলা অভিভাবক সদস্যঃ সারমিন সুলতানা(শিক্ষক)।
10.কো-অপ্ট সদস্যঃ মোঃশরিফ দেওয়ান (ব্যবসায়ী)।
11.প্রধান শিক্ষকঃ মোঃহাবিবুর রহমান (শিক্ষক)।
বিগত ৫ বছরের ফলাফলঃ
এস.এস.সি | জে.এস.সি | ||
২০০৯ | ৮০.৫৫ % | ২০১০ | ৮৯.৪৫ % |
২০১০ | ৭৮.৪৬ % | ২০১১ | ৯৮.২৪ % |
২০১১ | ৯৭.১৬ % | ২০১২ | ৯৪.৭৩ % |
২০১২ | ৭৯.৬৬ % | ২০১৩ | ৯৬.৭৭ % |
২০১৩ | ৮৯.৭৪ % |
|
|
বিদ্যালয়টি নিয়মিত ম্যানেজিং কমিটি দ্বারা দক্ষতার সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টির লেখাপড়ার মান সন্তোষজনক। বিদ্যালয়টিকে ভবিষ্যতে কলেজ করার পরিকল্পনা আছে।
গুলিস্থা থেকে বাসযোগে সরাসরি রামেরকান্দা,রামেরকান্দা থেকে রিক্সা/ সিএন জি যোগে সরাসরি বিদ্যালয়ে গমন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস