৩|সংক্ষিপ্ত বর্ণণা: ঢাকা জেলার অর্ন্তগত কেরাণীগঞ্জ উপজেলার ঢাকা-বান্দুরা মহাসড়ক এর পাশে রোহিতপুর বাজার সংলগ্ন স্থানে বিদ্যালয়টি অবস্থিত|উক্ত বিদ্যালয়ে ০১ টি দোতালা ও ০২টি একতালা ভবনে সর্বমোট কক্ষ ০৬টি|অফিস কক্ষসহ প্রতিটি শ্রেণিকক্ষ সুসজ্জিত|রোহিতপুর এলাকার প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে ইহার একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে।
৫| ইতিহাসঃ রোহিতপুর ও এর আশেপাশে শিক্ষা বিস্তারের জন্য ১৯০৯ সালে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্বর্গীয় শ্রী গনেশ চন্দ্র রাজবংশী(মাতবর) এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় নিজের জমির উপর রোহিতপুর প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করেন|১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়|
ক্রমিক | নাম | পদবী |
০১ | মোঃ শাহাবুদ্দিন মিয়া | সভাপতি |
০২ | সোয়েব হোসেন বকুল | সহ-সভাপতি |
০৩ | মোঃ আবদুল আউয়াল | সদস্য |
০৪ | দিপু রাজবংশী | সদস্য |
০৫ | আওলিয়া আক্তার | সদস্য |
০৬ | সাবিকুন নাহার | সদস্য |
০৭ | মোঃ আওলাদ হোসেন | সদস্য |
০৮ | জেসমিন | সদস্য |
০৯ | এ রাজিন পলাশ | সদস্য |
১০ | সানজিদা শারমিন | সদস্য |
১১ | মোঃ আবদুল মান্নান | সদস্য |
১২ | খায়রুল ইসলাম | সদস্য সচিব |
সাল | অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণের সংখ্যা | পাশের হার | বৃত্তির সংখ্যা |
২০০৯ | ৬৮ | ৬৮ | ১০০% | ট্যালেন্টপুল-০০,সাধারন-০০টি |
২০১০ | ৮০ | ৮০ | ১০০% | ট্যালেন্টপুল-০২,সাধারন-০৩টি |
২০১১ | ৮৯ | ৮৭ | ৯৮% | ট্যালেন্টপুল-০০,সাধারন-০১টি |
২০১২ | ১০৫ | ১০৪ | ৯৯% | ট্যালেন্টপুল-০১,সাধারন-০১টি |
২০১৩ | ৯২ | ৯২ | ১০০% | ট্যালেন্টপুল-০৬,সাধারন-০১টি |
শ্রেণি | উপবৃত্তি সুবিধাভোগীর সংখ্যা |
প্রথম শ্রেণি | ৩৯ জন |
দিতীয় শ্রেণি | ৫২ জন |
তৃতীয় শ্রেণি | ৪৪ জন |
চতুর্থ শ্রেণি | ৪৮ জন |
পঞ্চম শ্রেণি | ৪১ জন |
সর্বমোট | ২২৪ জন |
অর্জনঃ * ২০১৩ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৮ জন জিপিএ ৫ এবং ০৬ জন ট্যালেন্টপুল
ও ০১জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছ।তাছাড়া প্রতি বছরই এ বিদ্যালয় থেকে একাধিক শিক্ষার্থী প্রাথমিক
বৃত্তি পেয়ে আসছে।
ভবিষ্যত পরিকল্পনাঃ বিদ্যালয়টিকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করা|ভৌত অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো সাপেক্ষে বিদ্যালয়টিকে এক শিফটে রুপান্তর করা এবং ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করা|লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অত্র এলাকার শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানে পরিনত করা। ডিজিটাল বাংলাদেশ বাস্থবায়নের জন্য এবং কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার জন্য একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা। নিরাপত্তার জন্য বিদ্যালয়ের সীমানা প্রাচীর তৈরী করা।
যোগাযোগঃ কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে ৪ কিলোমিটা পশ্চিমে ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের
পাশে ঐতিহ্যবাহী রোহিতপুর এলাকায় বিদ্যালয়টি অবস্থিত|
ক্রমিক | নাম | বৃত্তির ধরণ | সন | মন্তব্য |
০১ | মোঃ রোমেল কায়সার | ট্যালেন্টপুলে বৃত্তি | ২০১৩ |
|
০২ | জয়নব আলম | ট্যালেন্টপুলে বৃত্তি | ২০১৩ |
|
০৩ | মোসাঃমাহেছা আক্তার | ট্যালেন্টপুলে বৃত্তি | ২০১৩ |
|
০৪ | আফরোজা আক্তার | ট্যালেন্টপুলে বৃত্তি | ২০১৩ |
|
০৫ | সিনথিইয়া আলম | ট্যালেন্টপুলে বৃত্তি | ২০১৩ |
|
০৬ | সারা মেহজাবিন | ট্যালেন্টপুলে বৃত্তি | ২০১৩ |
|
০৭ | উপল বিশ্বাস | সাধারণ বৃত্তি | ২০১৩ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস