বিদ্যালয়টি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এখানে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপ চালু আছে। বিদ্যালয়টি মোট ২৬ টি কক্ষ নিয়ে গঠিত। এখানে আছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, পাঠাগার, মহিলাদের আলাদা নামাজের ঘর। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। ছাত্র এবং ছাত্রীদের জন্য আছে স্বাস্থ্যসম্মত পৃথক টয়লেট। সুবিশাল খেলার মাঠ, আছে নিজস্ব জেনারেটরের মাধ্যমে সর্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা।
মৌঃ মোঃ মোবারক আলী, হাজী আঃ করিম, হাজী মোঃ সফিউল্লাহ, হাজী মোঃ সমির উল্লাহ, আঃ হাকিম(বাক্কে বেপারী), নাসির উদ্দিন সরকার, হাজী আব্দুর রাজ্জাক , হাজী কানু মিয়া, হাজী মোঃ ইয়াসিন, হাজী মোঃ মনসুর আলী, মোঃ কফিল উদ্দিন, ছায়েদ আলী মেম্বার, ফায়েজ হোসেন, আব্দুস ছালাম, মোঃ আনোয়ার হোসেন সহ অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৫৭ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এদের মধ্যে কেহ জমি, কেহ অর্থ, কেহ শারীরিক পরিশ্রম ও কেহ পরামর্শ দিয়ে বিদ্যালয়টি মাত্র ৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়।
পরবর্তীতে বিদ্যালয়টি হাটি হাটি পা পা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে স্বীকৃতি লাভ করে অত্র এলাকায় গুনগত শিক্ষা বিস্তার করে আসছে। বিদ্যালটি আধুনিকায়নে পরবর্তীতে যারা বিশেষভাবে অবদান রেখেছেন তাদের মধ্যে হাজী মোঃ আনসার আলী, ডাঃ মোহাম্মদ ইসমাইল, হাজী জয়নাল আবেদীন ও হাজী মোঃ শামসুল হক সহ এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। কালক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সময়ের অনুদান ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গে সহায়তায় বিদ্যালয়টি বর্তমান রূপ লাভ করে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর হতে পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা ও এস.এস.সি বোর্ড বৃত্তিতে প্রতি বছর কেরাণীগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটা বিশেষ স্থান দখল করে আসছে।
বিগত ২০০৯ ইং সন হতে বিদ্যালয়টি এস.এস.সি পরীক্ষা কেন্দ্র হিসেবে সুষ্ঠুভাবে পাবলিক পরীক্ষা ও পরবর্তীতে জে.এস.সি ও পি,এস,সি পরীক্ষার জন্য ব্যবহৃত হয়ে আসছে।
বর্তমান পরিচালনা কমিটি:
· জনাব ডাঃ মোঃ ইসমাইল, সভাপতি
· জনাব হাজী মোঃ জাকির হোসেন, দাতা সদস্য
· জনাব হাজী মোঃ শামসুল হক, শিক্ষানুরাগী সদস্য
· জনাব মোঃ শাহ্নেওয়াজ, অভিভাবক সদস্য
· জনাব হাজী মোঃ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য
· জনাব হাজী মোঃ শফিকুর রহমান, অভিভাবক সদস্য
· জনাব নাসির উদ্দিন আহম্মেদ, অভিভাবক সদস্য
· জনাব আফরোজা ইয়াসমিন, মহিলা অভিভাবক সদস্য
· জনাব মোঃ মফিজুর রহমান বেপারী, শিক্ষক প্রতিনিধি
· জনাব এস.এম. আমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি
· জনাব জাহানারা বেগম, মহিলা শিক্ষক প্রতিনিধি
· জনাব মোঃ কফিল উদ্দিন খান, প্রধান শিক্ষক ও সম্পাদক
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল:
এস.এস,সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ১১৬ | ৭৯ | ৬৮.১০% |
২০১০ | ১৫১ | ১৩০ | ৮৬.৭০% |
২০১১ | ১১৭ | ১১১ | ৯৪.৮৭% |
২০১২ | ১৩৮ | ১৩৬ | ৯৮.৫৫% |
২০১৩ | ২০৪ | ১৭৯ | ৮৭.৭৫% |
জে.এস,সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | অনুর্ত্তীণ | পাশের হার |
২০১০ | ২৬২ | ২৪৩ | ১৯ | ৯২.৭৫% |
২০১১ | ২৪৪ | ২১৮ | ২৬ | ৮৯.৩৪% |
২০১২ | ২৬৬ | ২৩২ | ৩৪ | ৮৭.২১% |
২০১৩ | ৩০১ | ২৭৮ | ২৩ | ৯২.৩৬% |
শতভাগ পাসের পরিকল্পনা, A+বৃদ্ধি, বৃত্তির সংখ্যা বৃদ্ধির উদ্যোগ, সহ-শিক্ষার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তোলাসহ যুগ ও সমাজের চাহিদা মোতাবেক বিদ্যালয় পরিচালনা করা।
বিদ্যালয়টি বিভিন্ন দিক থেকে যোগাযোগের সু-ব্যবস্থা আছে। ঢাকার সোয়ারীঘাট হতে নৌপথে খোলামোড়া হয়ে আটি বাজার । বুড়িগঙ্গা তৃতীয় সেতু (শহীদ বুদ্ধিজীবি সেতু) দিয়ে মোহাম্মদপুর হয়ে সড়ক পথে রাজধানী শহর সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল। ঢাকার গুলিস্তান থেকে বুড়িগঙ্গার ২য় সেতু হয়ে সরাসরি আটি বাজারের সাথে সড়ক পথে যোগযোগ রয়েছে।
মেধাবী ছাত্র/ছাত্রীদের নাম ও বর্ণনা:
ক্রমিক নং | নাম, পিতার নাম, মাতার নাম | ঠিকানা |
১ | রানা হামিদ পিতাঃ মোঃ নাজিম উদ্দিন মাতাঃ রীনা বেগম | ঘাটারচর(নয়াগাঁও) পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
২ | সায়মা আক্তার মোঃ ওবায়দুল হক মোসাঃ সুমা আক্তার | ঘাটারচর(নয়াগাঁও) পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
৩ | রোকেয়া আক্তার নুপুর নূর-উন-নবী শামসুনাহার | হানিফ বেপারীর গ্রাম পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
৪ | ফারজানা আমিন রূপা মোঃ রুহুল আমিন হাসিনা আমিন | মায়াকানন হাউজিং নয়াবাজার, আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
৫ | অর্নব মনি মোঃ আবুল হোসেন রোমানা আক্তার | ঘাটারচর, শ্যামলাপুর কেরাণীগঞ্জ, ঢাকা |
৬ | ইসরাত জাহান মুক্তা মোঃ মোসলেম নাজমা বেগম | ঘাটারচর, শ্যামলাপুর কেরাণীগঞ্জ, ঢাকা |
৭ | মেহনাজ আক্তার স্মৃতি মোঃ আঃ মজিদ পারভীন আক্তার মালা | জয়নগর পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
৮ | কনা আক্তার সম্পা মোঃ শহীদুল ইসলাম মোসাঃ ভায়লা খাতুন | জয়নগর পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
৯ | সাকেরা আক্তার হাজী মোঃ জমির হোসেন সালমা বেগম | দাড়িপাড়া পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
১০ | আফরোজা মীম শোভা মোঃ মিয়া হোসেন মাহফুজা বেগম | ওয়াসপুর, শ্যামলাপুর, হাজারীবাগ, লালবাগ, ঢাকা |
১১ | নূরেস-সাবা তিয়ানা মোঃ আবুল নাসের হোসনে আরা পান্না | হানিফ বেপারীর গ্রাম পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
১২ | আফিফা মোবাশ্বিরা জেমিমা তাজুল ইসলাম ফরিদা বেগম | করিম হাজীর গ্রাম পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
১৩ | সাদিয়া আক্তার সুপ্তি আব্দুস সালাম হাওলাদাস নাসরিন আক্তার | ঘাটারচর(খালপাড়) পোঃ শ্যামলাপুর, কেরাণীগঞ্জ, ঢাকা |
১৪ | মোঃ ফরহাদ হোসেন মোঃ আবদুল মোতালেব মোসাঃ পারুল বেগম | ঘাটারচর পোঃ শ্যামলাপু, কেরাণীগঞ্জ, ঢাকা |
১৫ | আফসানা আক্তার কেয়া মোঃ এবাদুল ইসলাম মোসাঃ শাহানা বেগম | জয়নগর পোঃ আটি, কেরাণীগঞ্জ, ঢাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস