সংক্ষিপ্ত বর্ণনাঃ ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে দোলেশ্বর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম. এ. আউয়াল সাহেবের শ্রদ্ধেয় পিতা মরহুম আবদুল মান্নান সাহেবের নামে দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় ১৯৯২ সালের ১ লা জুলাই প্রতিষ্ঠিত হয় দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় । প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং পরবর্তীতে বিজ্ঞান শাখা সহ তিনটি শাখাই শিক্ষা কার্যক্রম চালু হয়। প্রগতিশীল ও বিজ্ঞান ভিত্তিক চিন্তা থেকে সৃজনশীল পাঠ আধুনিকায়নের জন্য দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়নে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়াসহ ডিজিটাল শিক্ষা সামগ্রী, ফলে অত্র এলাকায় শিক্ষার উন্নয়নে তথা নারী শিক্ষার অগ্রগতিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ঢাকা জেলায় তার অবস্থান সুদৃঢ় করেছে। বিগত সময়ে বোর্ডে স্থান সহ কেরাণীগঞ্জের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি লক্ষ্যনীয় ভূমিকা রেখেছে। সাত তলা ভিত্তি বিশিষ্ট ৩য় তলা শিক্ষা প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো অত্যন্ত সুরক্ষিত, সুসজ্জিত ও স্বয়ংসম্পূর্ণ। প্রতিষ্ঠানে ভর্তিকৃত সকল ছাত্রীদের বেতন ফ্রি সেই সাথে গরীব ও মেধাবী ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ বিজ্ঞান বিভাগের সকল ছাত্র-ছাত্রীকে বিনা বেতন ও ফ্রি বই প্রদান করা হয়। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে গোল্ডেন জি. পি. এ ও সাধারণ জি.পি.এ প্রাপ্তদের দোলেশ্বর কল্যাণ সংস্থার পক্ষ থেকে যথাক্রমে মাসিক ৫০০ ও ৩০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় সম্পূর্ণ রাজনীতি ও ধুমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ বুড়িগঙ্গা নদীর পশ্চিম পাশ ঘেশে অত্যন্ত নিরিবিলি, শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত গ্রাম দোলেশ্বর। যা ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে অবস্থিত। অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দোলেশ্বর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম. এ. আউয়াল সাহেব ১৯৯২ সালে ১লা জুলাই থেকে দোলেশ্বর আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচালনায় দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ে মহাবিদ্যালয় শাখা চালু করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং পরবর্তীতে বিজ্ঞান শাখা সহ তিনটি শাখাতেই শিক্ষা কার্যক্রম পূনোর্দ্দমে এগিয়ে চলে। পরবর্তীতে জনাব আলহাজ্ব এম. এ. আউয়াল সাহেবের শ্রদ্ধেয় পিতা মরহুম আবদুল মান্নান সাহেবের নামে সরকারি বিধি মোতাবেক ১৯৯৪ সালে দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়টি একক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকারি স্বীকৃতি লাভ করে। শুরুতে ৫২ জন ছাত্র-ছাত্রী, ১৪টি বিষয়ে ১৪ জন প্রভাষক এবং ০১ জন অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে মহাবিদ্যালয়টিতে তিনটি শাখায় মোট শিক্ষাথীর্র সংখ্যা ৪৩৫ জন। বাংলা, ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ব্যবসায় শিক্ষা শাখায় প্রতিটি বিষয়ে ০২ জন করে মোট ২২ জন শিক্ষক কর্মরত আছেন। অতিরিক্ত শিক্ষক ও কর্মচারীদের সম্পূর্ণ বেতন ও ভাতাদি এবং এম.পি.ও. ভূক্ত শিক্ষকদের আংশিক ভাতাদি দোলেশ্বর কল্যাণ সংস্থা বহন করে। সাত তলা ভিত্তি বিশিষ্ট ভবনের ৩য় ও ৪র্থ তলায় মহাবিদ্যালয়টির অবস্থান। প্রতিটি শ্রেণি কক্ষই সুপরিসর ও সুসজ্জিত এবং সাউন্ড সিস্টেমের আওতাভুক্ত। অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়াসহ ডিজিটাল শিক্ষা সামগ্রী ও পর্যাপ্ত বই সমৃদ্ধ পাঠাগার দোলেশ্বর কল্যাণ সংস্থার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন সময়ে মহাবিদ্যালয়ের ভবন নির্মাণ , আসবাবপত্র তৈরী ও পুস্তক ক্রয় বাবদ ৪০ ( চল্লিশ) লক্ষ টাকা জনাব আলহাজ্ব এম. এ. আউয়াল দোলেশ্বর কল্যাণ সংস্থার পক্ষে ব্যয় করেন। সহকারী পরিচালক ( প্রশাসন) ভূমি মন্ত্রনালয় কর্তৃক সরজমিনে পরিদর্শন রিপোর্টের উপর অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ঢাকা, মহোদয়ের প্রত্যয়নপত্র এবং কলেজ পরিদর্শক ঢাকা শিক্ষা বোর্ডের পত্রে একক দানে একটি ৭ তলা ভিত্তি বিশিষ্ট মহাবিদ্যালয়টির ভবন নির্মান করা একটি বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। সরকারী চাহিদা অনুযায়ী জনাব আলহাজ্ব এম. এ. আউয়াল সাহেব দোলেশ্বর কল্যাণ সংস্থার পক্ষে মহাবিদ্যালয়কে .৪৫ একর জমি দান করেন এবং ১.১১ একর জমি দীর্ঘ মেয়াদী বন্দোবস্থের ব্যবস্থা করেন। মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ব্যপকতায় পার্শববর্তী এলাকা সমূহে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় পর পর কয়েক বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে এবং ২০০৬ সালে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাশসহ ৯ম স্থান অধিকার করে।
সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি নিয়মিত অংশ গ্রহণ করে থাকে। সকল জাতীয় দিবস উদ্যাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সফর ও বনভোজন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিয়মিত সম্পন্ন হয়। দোলেশ্বর কল্যাণ সংস্থার পরিকল্পনায় অত্র মহাবিদ্যালয়টি ভবিষ্যতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুসংঘঠিত করার অভিপ্রায়ে এগিয়ে চলছে। পৃথক বহুতল বিশিষ্ট ভবনসহ আধুনিক শিক্ষা সরঞ্জাম ও অডিটরিয়াম নির্মানসহ ব্যাপক পরিকল্পনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে জন সাধারণের দোর গড়ায় পৌছানোর সকল কার্যক্রমই দোলেশ্বর কল্যাণ সংস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে আমরা পরিপূর্ণ আশাবাদী। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকারে আমরা শতভাগ একাত্ম এবং আমাদের শিক্ষার্থীদেরকে এই শিক্ষায় উদ্বুদ্ধ করণের জন্য সকল শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
বর্তমান পরিচলনা কমিটির তথ্যঃ
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | আলহাজ্ব এম. এ. আউয়াল | সভাপতি |
০২ | জনাব কাজী সবুর মিয়া | অভিভাবক সদস্য |
০৩ | জনাব বোরহান উদ্দিন | অভিভাবক সদস্য |
০৪ | জনাব শাহানাজ বেগম (রত্না) | অভিভাবক সদস্য |
০৫ | জনাব মো: আজিজুল হক | শিক্ষক প্রতিনিধি |
০৬ | জনাব মো: শফিকুল আলম ভূঞা | শিক্ষক প্রতিনিধি |
০৭ | জনাব অমলেশ চন্দ্র চক্রবর্ত্তী | সদস্য সচিব এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) |
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ
২০০৯ সালঃ - ৯৫.৪৫%
২০১০ সালঃ- ৮৬.০৫%
২০১১ সালঃ- ৯১.৮৪%
২০১২ সালঃ- ৯০.১০%
২০১৩ সালঃ- ৬৭.২২%
মেধাবী/ ছাত্র-ছাত্রীদের নাম ও বর্ণনাঃ
শিক্ষা বর্ষঃ ২০১১-২০১২ | |||
রোল নং | নাম | বিভাগ | SSC পরীক্ষার ফলাফল |
২০১ | সাবিনা আক্তার | বিজ্ঞান | GPA 5 |
২০৯ | ফাহিম আহমেদ রুকু | বিজ্ঞান | GPA 5 |
৬৯ | মোঃ আশিকুর রহমান | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
শিক্ষা বর্ষঃ ২০১২-২০১৩
| |||
রোল নং | নাম | বিভাগ | SSC পরীক্ষার ফলাফল |
২০১ | অদিতি আফরোজ তামান্না | বিজ্ঞান | GPA 5 |
০১ | রাবেয়া মরিয়ম নিতু | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২২ | নাজমুন নাহার নীলিমা | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২৩ | সাবরিনা বিনতে সিদ্দিকী | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২৪ | উম্মে হাবিবা ইকবাল | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
১০৪ | গোপাল চন্দ্র মালী | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
মেধাবী/ ছাত্র-ছাত্রীদের নাম ও বর্ণনাঃ
শিক্ষা বর্ষঃ ২০১১-২০১২ | |||
রোল নং | নাম | বিভাগ | SSC পরীক্ষার ফলাফল |
২০১ | সাবিনা আক্তার | বিজ্ঞান | GPA 5 |
২০৯ | ফাহিম আহমেদ রুকু | বিজ্ঞান | GPA 5 |
৬৯ | মোঃ আশিকুর রহমান | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
শিক্ষা বর্ষঃ ২০১২-২০১৩
| |||
রোল নং | নাম | বিভাগ | SSC পরীক্ষার ফলাফল |
২০১ | অদিতি আফরোজ তামান্না | বিজ্ঞান | GPA 5 |
০১ | রাবেয়া মরিয়ম নিতু | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২২ | নাজমুন নাহার নীলিমা | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২৩ | সাবরিনা বিনতে সিদ্দিকী | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২৪ | উম্মে হাবিবা ইকবাল | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
১০৪ | গোপাল চন্দ্র মালী | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
ভবিষ্যৎ পরিকল্পনাঃ উচ্চ শিক্ষা ( ডিগ্রী ও অনার্স) কোর্স খোলা এবং বহুতল বিশিষ্ট পৃথক ভবন নির্মানের
পরিকল্পনা আছে।
যোগাযোগঃ ঢাকা শহরের সাথে জল এবং স্থল পথের যাতায়াতের সু-ব্যবস্থা আছে।
মেধাবী/ ছাত্র-ছাত্রীদের নাম ও বর্ণনাঃ
শিক্ষা বর্ষঃ ২০১১-২০১২ | |||
রোল নং | নাম | বিভাগ | SSC পরীক্ষার ফলাফল |
২০১ | সাবিনা আক্তার | বিজ্ঞান | GPA 5 |
২০৯ | ফাহিম আহমেদ রুকু | বিজ্ঞান | GPA 5 |
৬৯ | মোঃ আশিকুর রহমান | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
শিক্ষা বর্ষঃ ২০১২-২০১৩
| |||
রোল নং | নাম | বিভাগ | SSC পরীক্ষার ফলাফল |
২০১ | অদিতি আফরোজ তামান্না | বিজ্ঞান | GPA 5 |
০১ | রাবেয়া মরিয়ম নিতু | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২২ | নাজমুন নাহার নীলিমা | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২৩ | সাবরিনা বিনতে সিদ্দিকী | ব্যবসায় শিক্ষা | Golden, GPA 5 |
২৪ | উম্মে হাবিবা ইকবাল | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
১০৪ | গোপাল চন্দ্র মালী | ব্যবসায় শিক্ষা | GPA 5 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস