Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

১৯৯৮ইং সালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুবক শ্রেণীর যৌথ উদ্যোগে গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এলাকার কয়েকজন শিক্ষীত লোক প্রথমে শিক্ষকতা শুরম্ন করেন। প্রথমে এলাকার প্রায় প্রতি ঘর থেকে ধান, চাল, পিয়াজ, রসুন  পন্য উত্তোলন করে তা বাজারে বিক্রি করে বিদ্যালয়ের বিভিন্ন খরচ মেটানো হত। এভাবে হাঁটি হাঁটি পা-পা করতে করতে ৪টি বছর পর হয়। ২০০২ সালে বিদ্যালয়টি ৮ম শ্রেণী পর্যমত্ম পাঠদানে অনুমতি পায় এবং ২০০৪ইং সালে জুনিয়র হাইস্কুল হিসেবে এম.পি.ও ভূক্ত হয়। তখন শিক্ষক সংখ্যা ছিল ৫ জন। ছিলোনা কোন পাকা ভবন। শি্কখার্থীরা টিনের ঘরে ক্লাশ করত। গ্রামের কয়েকজন ব্যক্তি বিদ্যালয়টির নামে কিছু জমি লিখে দেন। বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। সামনে রয়েছে বিরাট বড় খেলার মাঠ। ২০০৫ সালে বিদ্যালয়টি ৯ম শ্রেণী পাঠদানের অনুমতি পায় এবং ২০০৭ সাল থেকে ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের নামে শিক্ষারথীরা এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করে। অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করে ২০১০ সালের মে মাসে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভূক্ত হয়। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরাশুনা করছে এবং ১৫ জন শিক্ষকক কর্মচারী কর্মরত আছেন। বিদ্যালয়টির উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া প্রার্থী।