১৯৯৮ইং সালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুবক শ্রেণীর যৌথ উদ্যোগে গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এলাকার কয়েকজন শিক্ষীত লোক প্রথমে শিক্ষকতা শুরম্ন করেন। প্রথমে এলাকার প্রায় প্রতি ঘর থেকে ধান, চাল, পিয়াজ, রসুন পন্য উত্তোলন করে তা বাজারে বিক্রি করে বিদ্যালয়ের বিভিন্ন খরচ মেটানো হত। এভাবে হাঁটি হাঁটি পা-পা করতে করতে ৪টি বছর পর হয়। ২০০২ সালে বিদ্যালয়টি ৮ম শ্রেণী পর্যমত্ম পাঠদানে অনুমতি পায় এবং ২০০৪ইং সালে জুনিয়র হাইস্কুল হিসেবে এম.পি.ও ভূক্ত হয়। তখন শিক্ষক সংখ্যা ছিল ৫ জন। ছিলোনা কোন পাকা ভবন। শি্কখার্থীরা টিনের ঘরে ক্লাশ করত। গ্রামের কয়েকজন ব্যক্তি বিদ্যালয়টির নামে কিছু জমি লিখে দেন। বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। সামনে রয়েছে বিরাট বড় খেলার মাঠ। ২০০৫ সালে বিদ্যালয়টি ৯ম শ্রেণী পাঠদানের অনুমতি পায় এবং ২০০৭ সাল থেকে ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের নামে শিক্ষারথীরা এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করে। অনেক বাঁধা বিপত্তি অতিক্রম করে ২০১০ সালের মে মাসে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভূক্ত হয়। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরাশুনা করছে এবং ১৫ জন শিক্ষকক কর্মচারী কর্মরত আছেন। বিদ্যালয়টির উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া প্রার্থী।
১৯৯৮ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠত হয়। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ ÿÿত্রে ১০ম শ্রেণী পর্যমত্ম শিÿার্থীদের পাঠ দান করা হয়। শিÿার্থীর সংখ্যা প্রায় ৪৭৫ জন। শিÿক কর্মচারী রয়েছে ১৫ জন। বিদ্যালয়টির রয়েছে ১.২ একর জমি। সামনেই রয়েছে বিরাট বড় খেলার মাঠ। ১টি পাকা ভবন ও দুইটি টিনের ঘরে বিদ্যালয়য়ের সকল কার্যক্রম পরিচালিত হয়। প্রধান শিÿকের কÿ, অফিস কÿ, শিÿক মিলনায়তন ও গ্রন্থাগার পাকাভবনে অবস্থিত। বিদ্যালয়টির জে.এস.সি ও এস.সি পরীÿার ফলাফল খুবই ভাল। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
১১। বর্তমান পরিচালনা কমিটি
১। এম. কামরম্নল হক | সভাপতি |
২। মোঃ আবুল কালাম | কো-অপ্ট সদস্য |
৩। মোঃ মঞ্জুর হোসেন | অভিভাবক প্রতিনিধি সদস্য |
৪। মোঃ আব্দুস সালাম | অভিভাবক প্রতিনিধি সদস্য |
৫। মোঃ নওয়াব আলী | অভিভাবক প্রতিনিধি সদস্য |
সাল | J.S.C | S.S.C |
|
| ||
মোট পরীÿার্থী | পাশের হার | পরীÿার্থী | পাশ | পাশের হার |
| |
২০০৯ | ´ |
| ৩০ | ১৭ | ৫৬.৬৭% |
|
২০১০ | ৫৫ | ৯৮.১৮% | ৫১ | ৪৩ | ৮৪% |
|
২০১১ | ৮৭ | ৯৭/.৭% | ৩৮ | ৩৬ | ৯৪.৭৩% |
|
২০১২ | ৫৫ | ৯৮.১৮% | ৩৮ | ৩৭ | ৯৭.৩৬% |
|
২০১৩ | ৫৯ | ৯৩.২২% | ৪৩ | ৪১ | ৯৫.৩৪% |
|
গড় পাশের হার | ৯৬.৮২ |
|
| ৮৫.৬২ |
|
জে.এস.সি ও এস.এস.সি পরীÿায় শতভাগ পাশসহ লেখাপড়ার মান বৃদ্ধি করা; খেলাধূলা ও সাংস্কৃতিক দিকে উন্নতি সাধন করা এবং বিদ্যালয়টি সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করাই হচ্ছে ভবিষ্যত পরিকল্পনা।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ থেকে রিক্সা বা সি.এন.জি যোগে যাওয়া আসা করা যায় অথবা পাঁয়ে হেঁটে মাত্র ২০ মিনিটের পথ।
১৬) মেধাবী ছাত্র/ছাত্রীদের নাম ও বর্ণনা
(৬ষ্ঠ শ্রেণি)
(১) সামিয়া আক্তার, পিতা- আঃ ছালাম, (১ম)
(২) জাহানারা আক্তার , পিতা- মোঃ আলী, (২য়)
(৩) রোকেয়া আক্তার , পিতা- মোঃ আনোয়ার হোসেন, (৩য়)
(৭ম শ্রেণি)
(১) রফিকুল ইসলাম রাকিব, পিতা- মোঃ মুনসুর আলী, (১ম)
(২) তান্না আক্তার, পিতা- গোলাম রসুল, (২য়)
(৩) বাসমিত্ম রানী, পিতা- সহদেব সরকার, (৩য়)
(৮ম শ্রেণি)
(১) ফাতেমাতুজ জোহরা, পিতা- আঃ জলিল, (১ম)
(২) মোঃ শাহ্পরান, পিতা- মোঃ শাহ্জালাল, (২য়)
(৩) সাদিয়া আক্তার মৌ, পিতা- মোঃ হাফিজ উদ্দীন, (৩য়)
(৯ম শ্রেণি)
(১) মোঃ জসিম মোলস্না, পিতা- মোঃ জমসের মোলস্না, (১ম)
(২) সিনথিয়া আক্তার, পিতা- মোঃ সোহরাব মোলস্না, (২য়)
(৩) মেহেরম্নন নাহার, পিতা- মোঃ মহিউদ্দিন খোকন , (৩য়)
(১০ম শ্রেণি)
(১) মোঃ মনির হোসেনা, পিতা- মোঃ শাহাদাত হোসেন, (১ম)
(২) তম্ময় মন্ডল, পিতা- বাবুল মন্ডল, (২য়)
(৩) মাসুমা আক্তার, পিতা- মোঃ হাফিজ মোলস্না , (৩য়)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস