রোহিতপুর উচ্চ বিদ্যালয়টি ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলাধীন রোহিতপুর ইউনিয়নের প্রান কেন্দ্র রোহিতপুর বাজার সংলগ্ন ঢাকা-দোহার আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত। বিদ্যালয়টিতে ২ (দুই) টি তৃতীয় তলা, ১ (এক)টি দ্বিতীয় তলা ও ১ (এক)টি টিন শেড একাডেমিক ভবন আছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন ও একটি অফিস কক্ষরয়েছে।
রোহিতপুর, কেরাণীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হওয়া সত্ত্বেও এখানে দীর্ঘদিন ধরে
কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। তাই পুরো ইউনিয়নের কতিপয় শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ একটি মাধ্যমিক বিদ্যালয় স্থপনের প্রয়োজনীয়তা অনুভব করে। তাদের প্রচেষ্টা ও সকলের ঐক্যমত্যের ভিত্তিতে পুরো ইউনিয়নবাসীর প্রান কেন্দ্র হিসেবে রোহিতপুর বাজারের সন্নিকটে ১৯৯৫ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। উ‡ল্লখ যে রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামের বাসিন্দা জনাব আলাউদ্দিন পাঠান সাহেবের স্ব-ইচ্ছায় ও নিজ উদ্যোগে তার দানকৃত জমির উপরই অত্র বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নিমণ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্বীকৃতি লাভ করে ০১/০১/২০০১ তারিখে এবং মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি লাভ করে ০১/০১/২০০৬ তারিখে। বিদ্যালয়টিতে শুরুথেকেই মানবিক, বিজ্ঞান, ও ব্যবসায় শিক্ষাবিভাগ চালূ আছে। বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ২০০৫ সালে। যার গড় পাসের হার বর্তমান সময় পর্যমত্ম ৯২%।
১১। অত্র বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ
১। জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতি
২। জনাব মোঃ মিজানুর রহমান শিক্ষক প্রতিনিধি
৩। জনাব মির্জা মোতালেব হোসেন ঐ
৪। জনাব সাবীকুন নাহার সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৫। জনাব এস,এম অপু অভিভাবক সদস্য
৬। জনাব মোঃ নাছির উল্লাহ ঐ
৭। জনাব দ্বীন মোহাম্মদ ঐ
৮। জনাব রমজান মিয়া ঐ
৯। জনাব নার্গিস বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। শুন্য প্রতিষ্ঠাতা সদস্য
১১। জনাব আলাউদ্দীন পাঠান দাতা সদস্য
১২। জনাব আজিজুর রহমান কো - অপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক সদস্য সচিব
বিগত পাঁচ বছরের জেএসসি ওএসএসসিপরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | |||
জেএসসি | এসএসসি | জেএসসি | এসএসসি | জেএসসি | এসএসসি | |
২০০৯ |
| ৩৮ |
| ২৮ |
| ৭৪% |
২০১০ | ১৪২ | ৬২ | ১৩১ | ৬২ | ৮৯% | ১০০% |
২০১১ | ১৫২ | ৫২ | ১৩৭ | ৫২ | ৯৩% | ১০০% |
২০১২ | ১৬০ | ৭৯ | ১৪২ | ৭২ | ৮৯% | ৯১% |
২০১৩
| ২১৬ | ৯৭ | ১৮৭ | ৯৬ | ৮৭% | ৯৯% |
বিদ্যালয়টি বর্তমানে কেরাণীগঞ্জ উপজেলার শিক্ষার গুনগতমানের দিক থেকে সেরা বিদ্যালয়গুলোর অন্যতম, ভবিষ্যতে বিদ্যালয়টিকে অত্র উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে উন্নতি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদ্যালয়টিকে পুরাপুরি তথ্যপ্রযুক্তির আওতায় আনা ও শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তোলা এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান করার ও পরিকল্পনা রয়েছে।
যোগাযোগঃ
বিদ্যালয়টি কেরাণীগঞ্জ উপজেলার প্রানকেন্দ্র রোহিতপুর হওয়ায় এবং উপজেলার সবগুলো সড়কের সাথে সংযুক্তি থাকায় সহজেই যে কোন স্থানে যাতায়াত করা সম্ভব।
মেধাবী ছাত্র/ছাত্রীদের নাম ও বর্ননাঃ
ক্রঃনং
| শিক্ষার্থীর নাম | পরীক্ষা | ফলাফল | সাল |
০১ | আবুল কাসেম | এসএসসি | জিপিএ ৫ | ২০০৮ |
০২ | এমদাদ আল হক | এসএসসি | জিপিএ ৫ | ২০০৮ |
০৩ | নাহিদা আক্তার | এসএসসি | জিপিএ ৫ | ২০০৮ |
০৪ | নাসরিন আক্তার | এসএসসি | জিপিএ ৫ | ২০০৮ |
০৫ | মিজানুর রহমান | এসএসসি | জিপিএ ৫ | ২০০৯ |
০৬ | শারমিন আক্তার | এসএসসি | জিপিএ ৫ | ২০০৯ |
০৭ | সিরাজুস সালেকিন | এসএসসি | জিপিএ ৫ (গোল্ডেন) | ২০১১ |
০৮ | মোঃ আশ্রাফুল | এসএসসি | জিপিএ ৫ (গোল্ডেন) | ২০১১ |
০৯ | আল মোমত্মাসির আবির | এসএসসি | জিপিএ ৫ | ২০১১ |
১০ | আশ্রাফুল ইসলাম | এসএসসি | জিপিএ ৫ | ২০১১ |
১১ | জান্নাতি নূর | এসএসসি | জিপিএ ৫ | ২০১২ |
১২ | সুর্বনা আক্তার | এসএসসি | জিপিএ ৫ | ২০১২ |
১৩ | সাহেরা সুলতানা | এসএসসি | জিপিএ ৫ | ২০১২ |
১৪ | জান্নাতুল ফেরদৌস | এসএসসি | জিপিএ ৫ | ২০১২ |
১৫ | এমদাদুল হক | এসএসসি | জিপিএ ৫ | ২০১৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস